কবিতারা খেয়াল খুশি হাঁটেন আপন মনে নাব্য নদী যায় না রাখা সস্তা প্রহসনে হচ্ছে না প্রেম বিক্রিতে তাই লাগাম টানো জোরে নদী-মেয়ে ঝলসানো ভয় ভঙ্গ দিলো রণে।
নিশির্শন
বন্যমেলা রাতপ্রহরী কথা আঁকো রেখা দোজাহানের বেশ্যা কবি তোমার কাছে শেখা ক্লাস্টেরেতে শান্তি ভরা; রোদন ভরা মায়ায় দুঃখগুলো হয় পতিতা কবির কাছে লেখা।
তোমার মতো, প্রিয়তা
স্বপ্ন দেখি মন উতলা বেশ্যাভাবী প্রহর প্রেমের বলি ভালোবাসা কিনেছি এক শহর জীবন মায়ায় শহর ঘুরে শহর দিলাম তোরে স্বপ্ন উধাও তার অতলে আমার বুকে কহর।
ঝলসানো মেঘ
মোনালিসা খেয়াল ছাড়া কাপুরুষের ফ্যান দোজাহানের অভিজ্ঞতা বিক্রি করে দ্যান বিক্রিতে শে বান্ধা রাখেন যা খুশি তা সব অপরূপা বিলিয়ে দ্যান অনাঘ্রাত হাইমেন!