সত্যিই অবাক করা ব্যাপার। আমি ব্যাপক বিনোদন পেয়েছি। যদিও খুবই খারাপ লেগেছে অবুঝ প্রাণীগুলোর জন্য। প্রাণি রক্ষা করেন যারা তাদের চোখে ব্যাপারটা কতটা অমানবিক জানিনা তবে আনন্দ আর বিনোদনের মাঝেও বারবার আমার মনে খোঁচার মতো লেগেছে প্রশ্নটা। যাইহোক, নিজের সংগ্রহে রেখে দেয়ার জন্যেই এই পোস্ট। পাশাপাশি আপনাদের কেমন লাগলো সেটাও তো একটা ব্যাপার… 🙂
আসেন ব্লগার বন্ধুগণ, একটা সাক্ষাতকার দিয়া যান…
নিজেরে আমি হোমরা-চোমরা না হোক এলেবেলে তো আর ভাবতে পারি না! বয়স আর কতো হইলো? খুব বেশি কি? অথচ এই বয়সে কত কিছু কইরা ফালাইলাম। এই করলাম, সেই করলাম। কিন্তুক এই পর্যন্ত আমার একটা সাক্ষাতকার কেউ কোথাও ছাপানো তো দূরের কথা নিলোই না… 🙁 । আসফোস! এই জাতি একজন উজ্জ্বল প্রতিভাকে মূল্যায়ণ করতে শিখলো না। […]