আকাশের খোলা চিঠি ধরাতে পেয়ে অবুঝ বালিকা বৃষ্টির ধারাতে নেয়ে- বিছিয়ে বসেন তারা তায় স্বর্গের জমিন আহ! আলোর মাঝিরা নামে দোজখ বেয়ে।
দু’টি রুবাইয়াত
খেলাপী জল সুর তুলেছে সুর তুলেছে অষ্ট-রবির মন অপূর্ণতা মাতিয়ে রয় হৃদয়ভাঙ্গা ক্ষণ কামুক নারী নিলাম করে বিজ্ঞাপনী সুর অভিসারে গোপন রবে নিলামকারী ধন। অনুর্ণনা সোনালী সুর বর্ণালী মেঘ আঁধার রাতে পেয়ে কষ্ট ফসিল বান্ধা রাখে এমনি আজব মেয়ে মেয়ের মেলা সাঙ্গ হবে রঙ ফুরানো শেষে রঙিন রাখে ছয়টি প্রহর আকাশ-কুসুম খেয়ে।