একটি ওয়েবসাইট যখন আমরা ওপেন করি, ব্রাউজারের বামপাশে, উপরে কোণায় একটি আইকন দেখতে পাই। এটিকেই বলে ফেভিকন বা FavIcon. হাসান ভাইয়ের এই সাইটটি খুললেই চমৎকার ঝলমলে হাসিমাখা একটি মুখ দেখি। কিংবা কখনো যখন আমাদের সামনে নেট থাকে না কিন্তু হাসান ভাইয়ের এই সাইটটির কথা চিন্তা করি তখন মনের পাতায় ফেভিকনটি ভেসে উঠে।