বাস্তবতার পরিপ্রেক্ষিতে অনেকদিন খুব ব্যস্ততার মাঝে কাটছে। সময় স্বল্পতার জন্য নিজের ব্লগের দিকে নজর দিতে পারছি না।
অনেকদিন এই সাইটটি বন্ধ করে রেখেছিলাম। গত ২ সপ্তাহ ব্যয় করে নিজের প্রায় সবকটি সাইট পুনর্জীবিত করেছি। ইচ্ছে- দেখি নিয়মিত লিখতে পারি কিনা?
কেন?
কারণ বেশ কিছুদিন যাবত লেখার খুব তাগিদ অনুভব করছি। কিছু নিজের আনন্দের জন্য আর কিছু দায়িত্ববোধ থেকে।
হঠাৎ করে যখন কেউ প্রশ্ন করে- আমি ফ্রিল্যান্সিং করতে চাই। কী করবো? তখন কী বলবো ঠিক খোঁজে পাইনা। যার অনলাইন জগত সম্পর্কে ন্যুনতম জ্ঞান নেই। তাকে আমি কী বলবো ফ্রিল্যান্সিং সম্পর্কে?
তাদের পেছনে সময় ব্যয় করে বক্তৃতা দিতেও মন চায় না। শধু শুধু কথা বলেই সার। কারণ এই ব্যক্তিটিই আরেকজনের কাছে গিয়ে বলবে- পান্থ ভাইয়ের দেমাগ দেখে বাঁচি না!
নিজের পীঠ বাঁচাতে আমাকে কিছু একটা করতেই হয়।
তাই..,?
তাই ভাবছি, নতুন করে লেখার চেষ্টা করবো। দৈনিক পত্রিকাগুলোতেও লিখতে ইচ্ছে করে। পত্রিকার সম্পাদক ভাইয়ারা যদি সুযোগ দেন তাহলে সেখানেও চেষ্টা করবো।
তবে আর যাই হোক, লিখার চেষ্টা করবো যে সে ব্যাপারে আমি মোটামুটি শিউর। লেখার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলছি।
স্বত:স্ফূর্ত সহযোগিতা করছেন আশিক মুস্তাফা। তার কাছে খুবই কৃতজ্ঞ যে, তার বদৌলতে এখনো কিছু একটা লিখতে পারছি। আর ছাপা হয়ে যাচ্ছে পত্রিকায়।
সবার কাছে দোয়াপ্রার্থী। ভুলভ্রান্তি অগ্রিম ক্ষমাপ্রার্থী।
Leave a Reply
You must be logged in to post a comment.