শ্যাওলাপাতার জল
কুমারী উৎসবে জেগে হয় মেলা
বুড়োমেঘ পানি হয় আচানক খেলা
হাইমেন ছিঁড়ে যায় জানি না কিছু
তোর রূপ পতিতা ভেসে যায় ভেলা।
প্রশান্তি: দীর্ঘ আলো
শুভ্রতা-প্রশান্তি-আলোর জীবন বহে
তার মাঝে ছিন্নতা ইমরুল কহে
উনায়জা বহমান সদা জাগ্রত
ফ্রয়েড লিখে গেছে আপামর সহে।
ক্রমাগত আশা
মন মেতেছে আগুন খেলায় কৃষ্ণকলির মা
মনের মতো প্রেমের লীলা যা ভেবেছে তা
ঘরের খবর শুন্য হাড়ি মন উতলা হাওয়া
প্রেমের দেবী কামুক নারীর বীর্য় পুড়ে খা!
অলৌকিক বাস্তব
বীর্য়সুধা পান করে সে চাঁদের দেশে বসে
মগবাজারে নিশির্শনে সরল অংক কষে
বেশ্যালাপ করে যখন তাক্ ধিনা ধিন্ তাক্
হর্ষোল্লাস জমা করে বীর্য়ালাপ রসে।
Leave a Reply
You must be logged in to post a comment.