প্রলাপংশ – এক
হাবিয়া ডাকছে জানি তবু নয় শির নতো
অবিবেচক খোদা বলি কাফিরের মতো
মানুষ আগে হতে দাও- ওগো মুসাফির ভায়
স্রষ্টার মৃত্যু হায়! শোকাহত মানুষ যতো।
প্রলাপংশ – দুই
সোনা সোনা সোনা; এ সোনা নয় সোনা
একদা বালিকা হারায় আপন; মোনা-?
কাঁদি কাঁদি কাঁদি; এ কাঁদা নয় কাঁদা
ভেজা ভেজা বালিকাস্বর স্বাদ-এর লোনা।
Leave a Reply
You must be logged in to post a comment.