মজিলা ফায়ারফক্সের গুণকীর্তন আর করতে চাই না। নেট ব্যবহারকারী মাত্র-ই জানেন ফায়ারফক্স কী জিনিস! আর মজিলা ফায়ারফক্স যে কারণে সবার কাছে বেশি জনপ্রিয়, এর এড-অনস্।
আজ তেমনি এক এড-অনের কথা জানাবো আপনাদের যেটির খবর না জেনে অনেক মিস করেছেন এতোদিন। আর মিস করা ঠিক হবে না।
এড-অনটির নাম- Firefox Environment Backup Extension (FEBE).
কী কাজ এই এড-অনের?
এক কথায় বলতে গেলে- মজিলা ফায়ারফক্স-এর ব্যাকআপ রাখার জন্য এই এড-অন ব্যবহার করা হয়। ধরুন, আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজার কোনো কারণে কোনো প্রবলেম হলো, উইন্ডোজ নতুন করে দিয়েছেন বা অন্য যেকোনো কারণে হোক মজিলা নষ্ট হয়ে গেছে।
আপনি যদি এই এড-অনটি আগে থেকেই আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজারে এড করে অটো ব্যাকআপ অপশন রান করে রাখেন তাহলে পরবর্তীতে ব্যাকআপ থেকে রিস্টোর করা যায়… 🙂 ।
কী, এবার কি প্রয়োজনীয় মনে হচ্ছে?
এড-অনটির ফিচার
- এক ক্লিকে ব্যাকআপ সিস্টেম।
- দৈনিক, সাপ্তাহিক, মাসিক ভিত্তিক অটো ব্যাকআপ নেয়ার ব্যবস্থা।
- Box.net-এ এক ক্লিকেই অটোমেটিক আপলোড করে ব্যাকআপ রাখা যায়।
- ব্যাকআপ রাখার স্থান স্পেসিফাইড করা যায় নিজের মতো করে।
- মজিলা ফায়ারফক্সের পরিপূর্ণ ব্যাকআপ রাখা যায়- এমন কি রিমাইন্ডার ইউজার নেম-পাসওয়ার্ড, কুকিজ এন্ড কেসও।
- এবং আরও অনেক কিছু।
এবার বলুন, এতো প্রয়োজনীয় এড-অনটি কেন মিস করবেন? ট্রাই করে দেখুন এখন-ই। অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন কিন্তু!
ভালো থাকুন, সাথে থাকুন- সবসময়। 🙂
sam says
দারুন একটা এডঅন
রুপালি গিটার says
আপনার সাইটটি খুবই হালকা এবং সুন্দর। ভালো লেগেছে।