ভবিষ্যতের পৃথিবী নিয়ে বিজ্ঞানীদের চিন্তার শেষ নেই। যদিও এটা ঠিক- মানুষ তার পরিধির বাইরে কিছুই কল্পনা করতে পারে না, তবে সেই পরিধি যে কত বিশাল হতে পারে তার-ই নমুনা দেখে তাজ্জব হতে হয়। সম্প্রতি মাইক্রোসফট-এর একটা ভিডিও দেখে আমি অবাক হয়েছি। বাঁচতে ইচ্ছে করে আরও অনেক দিন। ভিডিওটিতে দেখানো হয়েছে আমাদের ভবিষ্যত প্রজন্মের জীবনধারা কেমন হবে?
মানুষের চিন্তার সুদূরতা দেখে আশ্চর্য না হয়ে উপনা কি! চলুন দেখা যাক মানুষ তার আগামী প্রজন্মের জন্য দৈনন্দিন জীবন কত সহজ করে চিন্তা করেছেন।
কেমন লাগলো ভিডিওটি? আমার একটা ব্যাপার খুব ভালো লেগেছে। এখানে মানুষকে খুব গুরুত্ব দেয়া হয়েছে। জেমস ক্যামেরুনের এভাটার এনজয় করলেও ভালো লাগে নি। কারণ তিনি তার ছবিত দেখিয়েছেন মানুষের চেয়ে ন্যাভিরাই শ্রেষ্ঠ। অথচ তাতো এখনো প্রমাণিত হয়নি। মানুষ-ই সর্বেসর্বা, এ কথা ভাবতে ভালো লাগে।
যাই হোক, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না কিন্তু… 🙂 ।
Leave a Reply
You must be logged in to post a comment.