ক্রমাগত লোভ
আগুনঝরা বাদলা দিনে গাছের আগায় কে-
শিরির জন্য ফরহাদেরই লীলা দেখেছে?
ম্যাকবেথে সব দুঃখগুলো বন্দি হয়ে থাক
ভালোবাসা দিলাম তারে ভালোবাসায় যে।
জ্যোৎছনাদেবী
তার আদলে দিনাতিপাত উড়ছে সদা
ক্যানভাসেতে গান রচনায় মগ্ন র’দা
ছিলেন যতো আদিপিতা- কান্নারতো
শেষ বিকেলে জ্যোৎছনা ফোটায় অহংবদা।
মায়াবতী দুপুর
জীবন যেমন প্রবহমান মজনু প্রেমে মজে
শেষ দুপুরে দিপাবলী প্রেমের বলী; লজে
আয়না তেমন দর্পনসু আকাশসম সুখ
নিয়ম ভেঙ্গে তাইতো শুনি কাঁদের বনের গজে।
Leave a Reply
You must be logged in to post a comment.